শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ১২:২৯ অপরাহ্ন
আপডেটঃ
সাভারের নতুন ইউএনও মাহবুবুর: যোগদানের আগেই বিতর্ক। ছাত্রীদের কুপ্রস্তাব ও যৌন হয়রানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে! তদন্তে প্রমাণিত হওয়া সত্ত্বেও অব্যাহত রয়েছে শিক্ষক লক্ষ্মীপুরে মা-মেয়েকে গলা কেটে হত্যা, ৩০ ভরি স্বর্ণালংকার লুট ৭ বছর পর শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া বাংলাদেশকে পরনির্ভরতা থেকে মুক্ত করে স্বনির্ভরতা অর্জনের আহ্বান তৌহিদ হোসেন: ভারতের পররাষ্ট্রসচিবের মন্তব্য অযৌক্তিক, নির্বাচন দেশের অভ্যন্তরীণ বিষয় নাহিদ ইসলামকে সাফ করতে হবে, কারা ‘সেফ এক্সিট’ চায়: রিজওয়ানা হাসান দুকুম সিদরা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ বাংলাদেশি নিহত জিয়া সাইবার ফোর্সের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম কে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা। ভারতের বিষয়ে বিএনপির অবস্থান কী, পরিষ্কার করলেন তারেক রহমান

প্রয়াত শফিউল বারী বাবুর আস্থা ফেরাতে মাঠে বীথিকা: লক্ষ্মীপুর-৪-এ ধানের শীষের প্রচার শুরু।

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৬৩ Time View

ফটো কার্ড

লক্ষ্মীপুর​ প্রতিনিধি:

​এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নেমেছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বীথিকা বিনতে হোসাইন। প্রয়াত নেতা শফিউল বারী বাবুর স্ত্রী বীথিকা বুধবার (১ অক্টোবর) বিকেলে তাঁর নির্বাচনী এলাকার ৩টি গুরুত্বপূর্ণ পয়েন্টে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পথসভা করেন এবং জনগণের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চান।

​কমলনগর উপজেলার করইতলা, তুলা তলি ও চরকাদিরা ইউনিয়ন-এ এই প্রথমবার আনুষ্ঠানিক ভাবে পথসভা করেন বীথিকা বিনতে হোসাইন।

​বীথিকা বিনতে হোসাইন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু-এর স্ত্রী। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে বাবু রামগতি-কমলনগর মানুষের আস্থার ঠিকানা হয়ে উঠেছিলেন এবং বহু মানুষকে চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন। ২০২০ সালের ২৮ জুলাই ৪৯ বছর বয়সে বাবুর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। বীথিকা জনগণের উদ্দেশ্যে বলেন,

​”আপনারা যেভাবে বাবুকে বিশ্বাস করে ভালোবেসেছিলেন, আমি আপনাদের সেই বিশ্বাস ধরে রাখতে চাই। আপনাদের সুখ-দুঃখের সাথী হয়ে বেঁচে থাকতে চাই। আগামী সংসদ নির্বাচনে আপনাদের মনোনীত প্রার্থী হয়ে অংশগ্রহণ করব এবং আপনাদের এলাকার সমস্যাগুলো পূরণের আশা করি।”

 

এমপি প্রার্থী বীথিকা তাঁর বক্তৃতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর প্রবর্তিত ৩১ দফা কর্মসূচির ওপর জোর দেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে এই কর্মসূচির আওতায় প্রতিটি অসহায় মানুষ শতভাগ সুবিধা পাবে। বিশেষ করে, মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষি কার্ড চালুর বিষয়টি তিনি তুলে ধরেন।

​পথসভায় যারা উপস্থিত ছিলেন:

​পথসভায় বীথিকার সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মাহমুদুল বারী, জেলা সেচ্ছাসেবকদলের সিনিয়র সহ-সভাপতি আবু ছায়েম মো. শাহীন, কমলনগর উপজেলা মৎস্য জীবিদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল-নোমান এবং ৪নং চর মাটিন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রকি সদাগর। পথসভাটি পরিচালনা করেন নূরুল করিম মেম্বার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102