বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৬:৩৭ পূর্বাহ্ন
আপডেটঃ
জান্নাতের টিকিট বিক্রির প্রচার ধর্ম নিয়ে প্রতারণা: রিজভী মিরপুরে রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন পুরোপুরি নির্বাপণে লাগতে পারে কয়েকদিন জুলাই জাতীয় সনদে স্বাক্ষর ১৭ অক্টোবর, দলগুলো পেল চূড়ান্ত ভাষ্য ও আমন্ত্রণ মাদরাসাতুর রহমাহ্ আল আরাবিয়াহ-টঙ্গীতে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত “জিয়া সাইবার ফোর্স থেকে কৃষক দলের দায়িত্ব— আলফাজ দেওয়ানের সংগ্রামী গল্প” ডিসি ইউএনও আমার কাছে কিছু না, তোকেও দেখে নেব শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান টাঙ্গাইলে বজ্রপাত রোধে ৮০ হাজার গাছ রোপণ: সুলতান সালাউদ্দিন টুকু মিশরে গাজা শান্তিচুক্তিতে স্বাক্ষর, বিশ্বনেতাদের উপস্থিতিতে ঐতিহাসিক মুহূর্ত শ্রীপুরে জমি বিরোধের জেরে মুক্তিযোদ্ধার স্ত্রীর দাফনে বাধা, হামলায় আহত ৩

প্রবাসীর স্ত্রী নিয়ে উধাও ছাত্রদল নেতা!

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৪১ Time View

ফটো কার্ড

নোয়াখালীর হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নে প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. সাইফুল ইসলাম রিয়াদের বিরুদ্ধে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। তবে বিষয়টি বুধবার (১ অক্টোবর) থেকে এলাকায় ছড়িয়ে পড়ে।

অভিযুক্ত সাইফুল ইসলাম রিয়াদ চরকিং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চরবগুলা গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে। তিনি সুবর্ণচর উপজেলার সৈকত কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী এবং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী।

উধাও হওয়া গৃহবধূ সুমাইয়া আক্তার একই এলাকার প্রবাসী মো. রাশেদের স্ত্রী। তাদের চার বছরের এক ছেলে রয়েছে। পরিবার জানিয়েছে, সুমাইয়া স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে পালিয়ে গেছেন। তারা বহু খোঁজাখুঁজির পরও কোনো খোঁজ পাচ্ছেন না।

প্রবাসী রাশেদের বাবা আবুল খায়ের অভিযোগ করে বলেন, আমার ছেলের বউ স্বর্ণ-টাকা নিয়ে পালিয়েছে। রিয়াদ ছাত্রদল করে বলে কেউ কিছু বলতে সাহস পায়নি। আমি এখন অনেকটা অসহায়।

এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রদল নেতা জানান, রিয়াদ প্রায় সময় স্থানীয় মেয়েদের উত্যক্ত করতেন। ছাত্রদলের নাম ভাঙিয়ে তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পেত না। এখন এমন ঘটনায় এলাকায় অস্থিরতা তৈরি হয়েছে।

চরকিং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল হালিম বলেন, রিয়াদ ছাত্রদলের রাজনীতি করে। সে বিভিন্ন নেতার সঙ্গে ছবি তুলেছে এবং মিছিল-মিটিংয়ের ছবি ফেসবুকে দিয়েছে। তার এ ধরনের ন্যাক্কারজনক কাজ আমাদের বিব্রত ও লজ্জিত করেছে।

অভিযুক্ত রিয়াদের মোবাইল ফোন একাধিকবার কল করেও বন্ধ পাওয়া গেছে।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা জানান, ঘটনাটি আমার জানা নেই। কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102