নিজস্ব প্রতিবেদক -মো রুহুল আমিন (আলামিন) সাভার, ঢাকা:
উৎসবের রঙে রঙিন সাভারের মণ্ডপগুলোতে এবার রাজনৈতিক সম্প্রীতির বার্তা নিয়ে হাজির হলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম। চিরাচরিত পরিদর্শনের বাইরে গিয়ে, তিনি শুধু শুভেচ্ছা জানাতেই নয়—সনাতন ধর্মাবলম্বীদের আর্থিক ও নিরাপত্তা সংক্রান্ত আশ্বাস দিতেই পূজা মণ্ডপগুলিতে উপস্থিত হন।
বুধবার (০১ অক্টোবর) সন্ধ্যায় সাভার পৌরসভার রাজাসন ধরেন্ডা পূজা মণ্ডপ থেকে শুরু হয় তাঁর এই ‘সংযোগ যাত্রা’। তিনি একের পর এক মণ্ডপ পরিদর্শন করেন এবং উৎসবের আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে প্রত্যেক মণ্ডপেই আর্থিক সহায়তা প্রদান করেন।
মণ্ডপে আগতদের উদ্দেশে লায়ন খোরশেদ আলম বলেন, “বাংলাদেশ একটি ব্যতিক্রমী রাষ্ট্র, যেখানে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখে তাদের উৎসব পালন করে। এই শারদীয় দুর্গোৎসবে কেউ যদি কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, আমরা কঠোর হাতে তা দমন করব।”
তিনি দ্ব্যর্থহীন ভাষায় সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করে বলেন যে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তাঁর দলের প্রতিটি নেতাকর্মী নিরাপত্তা বলয় হিসেবে পাশে থাকবে। তাঁর দৃঢ় অঙ্গীকার ছিল, “আপনাদের উৎসব শেষ না হওয়া পর্যন্ত আমরা আপনাদের পাশে আছি এবং থাকব।”
এই ব্যতিক্রমী উদ্যোগের সময় তাঁর সাথে ছিলেন পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক, ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়ার রহমান উজ্জ্বল, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোশারফ হোসেন মোল্লা, পৌর বিএনপির খান মজলিশ বাবু এবং পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈম সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।