নিজস্ব প্রতিবেদক -মো রুহুল আমিন (আলামিন)
ধর্ম যার যার দেশ সবার, কাজেই স্বাধীনভাবে ধর্মীয় উৎসব পালন করার অধিকার সবার রয়েছে বললেন কে এম হারুনুর রশিদ ও মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জিয়া সাইবার ফোর্স।
সংগঠনটির পক্ষ থেকে সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কে এম হারুনুর রশিদ এবং জিয়া সাইবার ফোর্সের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম দেশবাসীর প্রতি এই শুভেচ্ছা বার্তা প্রদান করেন।
এক যৌথ বার্তায় নেতৃবৃন্দ
তারা আরও বলেন, এই আনন্দঘন মুহূর্তে তারা দেশের সকল মানুষের জন্য শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। সেই সঙ্গে, হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, তারা যেন নির্বিঘ্নে ও পূর্ণ উৎসাহ-উদ্দীপনার সাথে সারাদেশে এই উৎসব উদ্যাপন করতে পারেন।
কে এম হারুনুর রশিদ ও মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম দৃঢ় আশা প্রকাশ করেন, এই উৎসব দেশের মানুষের মাঝে ভাতৃত্বের বন্ধনকে আরো সুদৃঢ় করবে এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সবাই ঐক্যবদ্ধ থাকবে।