বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ন
আপডেটঃ
জান্নাতের টিকিট বিক্রির প্রচার ধর্ম নিয়ে প্রতারণা: রিজভী মিরপুরে রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন পুরোপুরি নির্বাপণে লাগতে পারে কয়েকদিন জুলাই জাতীয় সনদে স্বাক্ষর ১৭ অক্টোবর, দলগুলো পেল চূড়ান্ত ভাষ্য ও আমন্ত্রণ মাদরাসাতুর রহমাহ্ আল আরাবিয়াহ-টঙ্গীতে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত “জিয়া সাইবার ফোর্স থেকে কৃষক দলের দায়িত্ব— আলফাজ দেওয়ানের সংগ্রামী গল্প” ডিসি ইউএনও আমার কাছে কিছু না, তোকেও দেখে নেব শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান টাঙ্গাইলে বজ্রপাত রোধে ৮০ হাজার গাছ রোপণ: সুলতান সালাউদ্দিন টুকু মিশরে গাজা শান্তিচুক্তিতে স্বাক্ষর, বিশ্বনেতাদের উপস্থিতিতে ঐতিহাসিক মুহূর্ত শ্রীপুরে জমি বিরোধের জেরে মুক্তিযোদ্ধার স্ত্রীর দাফনে বাধা, হামলায় আহত ৩

আগামী নির্বাচনে সন্ত্রাসকে লাল কার্ড দেখাবে হাতিয়াবাসী: প্রকৌশলী ফজলুল আজিম

Coder Boss
  • Update Time : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৫ Time View

ফটো কার্ড

শাহাদাত হোসেন,হাতিয়াউপজপলা প্রতিনিধি-

নোয়াখালী ৬ (হাতিয়া) আসনের তিন তিনবারের দলীয় ও স্বতন্ত্র নির্বাচিত সাবেক সংসদ সদস্য আন্তর্জাতিক ব্যবসায়ী জাতীয় রাজনীতিবিদ কেন্দ্রীয় বি এন পির সদস্য,হাতিয়া উপ জেলা বি এন পির উপদেষ্ঠা,আজিম গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম বলেছেন জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত তিনি হাতিয়াবাসীর সঙ্গে থাকবেন। হাতিয়ার মানুষ শান্তি প্রিয়। শান্তির জনপথ হাতিয়াকে অশান্ত করতে দেওয়া হবেনা।

তিনি আরো বলেন সারা দেশের ন্যায় হাতিয়ার সাধারন মানুষ এখন নির্বচন মুখী। গত সতের বছর ভোটের জন্য লড়াই ও সংগ্রাম করা গনতন্ত্রকামী সর্বদলের অংশগ্রহনের মাধ্যমে একটি নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছে দেশের জনগন। বাংলাদেশের নির্বাচন এখন কৌশলের ব্যপার। সামাজিক সুবিচার এখন অবিচারে পরিনত হয়েছে। ফ্যসিষ্ঠ আওয়ামীলীগের লোকজনের উগ্রআচরনের কারনে প্রশাসনে স্থবিরতা দেখা দিয়েছে। দেশের সার্বিক পরিস্থিতি খুব খারাপ। সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি খুব ভয়াবহ। তিনি আরো বলেন,আগামী নির্বাচনে হাতিয়ার জনগন সন্ত্রাসকে লাল কার্ড দেখাবে। সন্ত্রাসী চাদাবাজ অস্ত্রবাজ বন ও জলদস্যু এবং মাদক নির্মুল করতে আইন শৃংখলা বাহীনিকে সর্বত্মক সহযোগিতা করতে হাতিয়াবাসীকে তিনি আহবান জানান। এ ক্ষেত্রে কোন অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবেনা বলে উপস্থিত কর্মী সমর্থকদের সতর্ক করেন। তিনি আরো বলেন,আমি হাতিয়ার সন্তান হিসেবে নিজেকে গর্বিত মনে করি কারন হাতিয়ার নাম আজ শুধু বাংলাদেশে-ই নয় বিশ্বের বিভিন্ন উন্নত রাষ্টের মানুষের মুখে মুখে ও হাতিয়ার নাম উচ্চারন হয়। দেশের উন্নয়নের অনেক কাজ এখনো বাকী। আধুনিক সুবিধা বঞ্চিত হাতিয়া বাসীর ভাগ্য উন্নয়নে অনেক কাজ করতে হবে। হাতিয়ার উন্নয়ন ও অসম্পুর্ন কাজ করতে তাকে সহযোগিতা করার আবেদন জানান। এক্ষেত্রে হাতিয়াবাসীকে অহিংস রাজনীতিতে বিশ্বাসী হয়ে প্রত্যেক মানুষকে সৎ কর্তব্যপ্ররায়ন ও দেশ প্রেমিক হওয়ার পরামর্শ দেন। শারিরিক অসুস্থ্যতার কারনে কয়েক মাস তিনি এলাকায় আসতে পারেননি উল্লেখ করে বলেন,যদিও এলাকায় আসতে পারিনি কিন্তু এক মিনিটের জন্যও হাতিয়ার মাটি ও মানুষের কথা ভুলিনি। মুঠো ফোনে প্রতি দিন প্রতিটি এলাকার মানুষের সুখ দুঃখের খোজ খবর নিয়েছি এবং অসহায় মানুষের পাশে দাড়িয়েছি। সোমবার বিকালে বয়ারচর হাতিয়া বাজার জনকল্যান শিক্ষা ট্রাষ্ট উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল জনসভায় উপস্থিত সর্বস্তরের হাজার হাজার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে রবিবার ও সোমবার বিকাল পর্যন্ত হাতিয়ার বিচ্ছিন্ন ২ টি ইউনিয়নের বিভিন্ন বাজারে ও বাড়িতে বেশ কয়েকটি স্থানে পথসভা এবং গনসংযোগ করেন। এদিকে এ জনসভা কে কেন্দ্র করে সকাল থেকে নলেরচর কেয়ারিংচর আজিম নগর থানারহাট দরবেশ বাজার জোড়খালী বাজার টাংকিঘাট মোরসেদ বাজার ভ‚মিহীন বাজার এলাকা থেকে বিপুল পরিমান সাধারন জনগন পায়ে হেটে জনসভাস্থলে এসে মাট কানায় কানায় পরিপুর্ন হয়ে যায়। এসময় তিনি বিভিন্ন স্থান থেকে আসা নেতা কর্মী ও সর্বস্তরের উপস্থিত জনতা তাকে কাছে পেয়ে মনের কথা খুলে বলেন এবং বিভিন্ন দাবী জানান। তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের আর বেশী সময় নেই। উপস্থিত কর্মী সমর্থকদের এখনই মাঠে নেমে পড়ার আহবান জানান।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,ফজলুল আজিমের জৈষ্ঠ পুত্র ভবিষ্যৎ কর্নধার মোহাম্মদ ফারহান আজিম,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খন্দকার মোঃ আবুল কালাম,উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি নিজাম উদ্দিন চৌধুরী,উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক মো: ইফতেখার হোসেন স্বপন,সাবেক ছাত্র নেতা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল উদ্দিন রাশে,পৌরসভা বিএনপির সাবেক সভাপতি কাজী মাওলানা আব্দুর রহিম,পৌরসভা বিএনপির সাবেক সাধারনসম্পাদক মোঃ আলা উদ্দিন,সোনাদিয়া ইউনিয়ন বিএনপির সাধারনসম্পাদক মো: আব্দুল মন্নান,সাবেক ছাত্রদল সভাপতি আমিরুল ইসলাম,সাবেক ছাত্রদ নেতা মিজানুর রহমান, বিএনপি নেতা মো:ফরিদ উদ্দিন,নলেরচর বিএনপি নেতা মো: গিয়াস উদ্দিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102