নিজস্ব প্রতিবেদক – মো: রুহুল আমিন (আলামিন)
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ফ্লাইট লেফটেন্যান্ট (অবঃ) ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া ঘোষণা করেছেন যে তিনি যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন পান এবং নির্বাচিত হন, তবে তিনি কড়াইল বস্তির পরিচয় পরিবর্তন করবেন।
গত ২৬ সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকালে ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া ঢাকা-১৭ আসনে গণসংযোগ করার সময় কড়াইল বস্তিবাসীর সামনে এই প্রতিশ্রুতি দেন। তিনি দৃঢ়ভাবে জানান, নির্বাচনে বিপুল ভোটে জয়ী হলে কড়াইল বস্তির নাম আর ‘বস্তি’ থাকবে না; এর নাম হবে ‘বসতি’।
তাঁর এই ঘোষণার মূল লক্ষ্য হলো এই বৃহৎ জনবসতিকে একটি ইতিবাচক পরিচয় এবং উন্নত জীবনযাত্রার দিকে নিয়ে যাওয়া। ঢাকা – ১৭ আসনে জাতীয়তাবাদী দল তাকে ধানের শীষের প্রার্থী ঘোষণা করবেন বলে আ তিনি আশাবাদী এবং তিনি বিপুল ভোটে বিজয়ী হয়ে কড়াইল বসতির মধ্য ও নিম্নবিত্তের জীবন মানের উন্নয়ন ঘটাবেন।
গনসংযোগে শত শত মানুষ তার সাথে যোগ দেন, তার সাথে মোলাকাত করে কথা বলেন, তার মুল্যবান বক্তব্য শুনেন এবং তাকেই ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আশ্বাস দেন।