যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অধিবেশনের ফাঁকে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এশিয়া সোসাইটি ও এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা, শিক্ষা, বিনিয়োগ এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতামত ব্যক্ত করেন।
এসময় ভারত–বাংলাদেশ সম্পর্কের সাম্প্রতিক উত্তেজনা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার দায়ে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে, যা দুই দেশের মধ্যে টানাপোড়েন সৃষ্টি করেছে। এছাড়া ভারতীয় গণমাধ্যমের কিছু মিথ্যা খবর বাংলাদেশের তরুণদের নিয়ে নেতিবাচক প্রভাব ফেলছে বলেও তিনি মন্তব্য করেন।
মজার ছলে নিজের সম্পর্কে ভারতীয় সংবাদমাধ্যমে প্রচারিত ‘তালেবান’ মন্তব্যের প্রসঙ্গে ড. ইউনূস বলেন, “আমার দাড়ি নেই, বাড়িতে রেখে এসেছি।”
ড. ইউনূস সার্কসহ আঞ্চলিক সংস্থাগুলোর গুরুত্ব তুলে ধরে বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একত্রিত করার জন্যই সার্কের ধারণা জন্মেছিল বাংলাদেশে। তরুণ প্রজন্ম যেন শিক্ষা, ব্যবসা ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত থাকে—এটাই মূল লক্ষ্য। তবে রাজনৈতিক পরিস্থিতির কারণে এ প্রক্রিয়া স্থগিত হয়েছিল বলে তিনি দুঃখ প্রকাশ করেন এবং আবারও সবাইকে একত্রিত করার আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা প্রতিবেশী নেপাল, ভুটান এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি ল্যান্ডলকড রাজ্যের সাথেও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেন।
রোহিঙ্গা ইস্যুতে তিনি জানান, সমস্যার সমাধান করতে হবে এবং মিয়ানমারের সাথে সুসম্পর্ক বজায় রেখে রোহিঙ্গাদের স্বদেশে নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, আঞ্চলিক সহযোগিতা জোরদার হলে এ ধরনের সংকট মোকাবিলা সহজ হবে।