নিজস্ব প্রতিবেদ -মো রুহুল আমিন (আলামিন)
ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর, ২০২৫) কেরানীগঞ্জে উপহারসামগ্রী বিতরণ করেছেন। ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জস্থ শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির জাজিরা পালপাড়া কোন্ডায় সনাতন ধর্মীয় সম্প্রদায়ের পরিবারের মাঝে এই উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।
উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। আমরা সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং সকলের সুখ-শান্তিতে বিশ্বাসী। এই দুর্গোৎসব সকলের জীবনে আনন্দ ও সম্প্রীতি বয়ে আনুক, এটাই আমার প্রার্থনা।” তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময়ই দেশের সকল মানুষের অধিকার ও ধর্মীয় স্বাধীনতা রক্ষায় বদ্ধপরিকর।
উপস্থিত ছিলেন বিশেষ অতিথিবৃন্দ
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. নিপুন রায় চৌধুরী, সাধারণ সম্পাদক, ঢাকা জেলা বিএনপি এবং সভাপতি, কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ বিএনপি। তিনি তার বক্তব্যে বলেন, “প্রতি বছর আমরা এই দিনে সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের পাশে থাকার চেষ্টা করি। বিএনপি সকল সম্প্রদায়ের মানুষের প্রতি সমানভাবে সহানুভূতিশীল।”
উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানটি শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির জাজিরা পালপাড়া কোন্ডা, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা–০৩ এ বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় সনাতন ধর্মীয় পরিবারের সদস্যবৃন্দ, বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।