নিজস্ব সংবাদদাতা-
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনে শরিক সমমনাদের জন্য ৫০টি আসন ছাড়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। পাশাপাশি সারা দেশের যোগ্য ও পরিচ্ছন্ন প্রার্থী চূড়ান্ত করার কাজও দ্রুতগতিতে এগিয়ে চলছে। আগামী মাসের মধ্যে দল ও জোটের প্রার্থী তালিকা চূড়ান্ত করার লক্ষ্য নিয়েছে দলটি।
দলীয় সূত্র জানায়, প্রার্থী চূড়ান্তকরণের দায়িত্ব দেয়া হয়েছে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। এরই মধ্যে তার তত্ত্বাবধানে পাঁচটি জরিপ সম্পন্ন হয়েছে এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা পর্যায়ের নেতাদের মাধ্যমে সম্ভাব্য প্রার্থীদের সম্পর্কে খোঁজখবর নেয়া হচ্ছে। প্রার্থীদের ত্যাগ, সততা, জনপ্রিয়তা এবং ‘ক্লিন ইমেজ’-কে অগ্রাধিকার দেয়া হবে বলে জানা গেছে। এতে সারা দেশে তরুণ প্রার্থীদের বড় একটি অংশ মনোনয়ন পেতে পারেন।
সম্প্রতি রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন তারেক রহমান।
বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, শারদীয় দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে এবারও বিএনপি পাশে থাকবে। এ লক্ষ্যে কেন্দ্রীয়ভাবে মনিটরিং টিম গঠন করা হয়েছে। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। জেলা-মহানগর থেকে শুরু করে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায় পর্যন্ত পূজামণ্ডপে পাহারার জন্য স্বেচ্ছাসেবক দল গঠনের নির্দেশনা দেয়া হয়েছে।
এ ছাড়া বৈঠকে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে আওয়ামী লীগের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয় এবং এটিকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করা হয়। একইসঙ্গে ভারতের গণমাধ্যমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক সাক্ষাৎকার নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, সে বিষয়ে তিনি ব্যাখ্যা দেন এবং স্থায়ী কমিটির সদস্যরা তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন।