চট্টগ্রাম প্রতিনিধি ॥
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জিয়া সাইবার ফোর্স চট্টগ্রাম দক্ষিণ জেলা।
সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় জেলা কমিটির পক্ষ থেকে বলা হয়, “ধর্ম যার যার, দেশ সবার; তাই স্বাধীনভাবে ধর্মীয় উৎসব পালন করার অধিকার সবার রয়েছে।”
শুভেচ্ছা বার্তায় আরও বলা হয়, দুর্গোৎসবের এই আনন্দঘন মুহূর্তে দেশের সকল মানুষের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হচ্ছে। একই সঙ্গে হিন্দু সম্প্রদায়কে আহ্বান জানানো হয়েছে যেন তারা নির্বিঘ্নে ও পূর্ণ উৎসাহ-উদ্দীপনার সাথে সারাদেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন।
এ প্রসঙ্গে সংগঠনের জেলা কমিটির অন্যতম নেতা মোঃ কামাল হোসেন বলেন, “শারদীয় দুর্গোৎসব শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সামগ্রিক সংস্কৃতির অংশ। এই উৎসব দেশের মানুষের ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ করবে।”