নোয়াখালী জেলা প্রতিনিধি,মোঃ একে আজাদ
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সাইবার দুনিয়ায় তরুণদের মাঝে এক উজ্জ্বল নাম শাহাদাত শাকিল আধুনিক প্রযুক্তি, সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে যেভাবে তিনি হাতিয়ার প্রতিনিধিত্ব করছেন, তা আজ এলাকার তরুণদের জন্য এক প্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে।
শাহাদাত শাকিল শুধুই একজন আইটি অ্যাক্টিভিস্ট নন, তিনি একজন চিন্তাশীল কনটেন্ট নির্মাতা, তথ্যভিত্তিক পোস্ট ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে অবদান রাখা এক নিরব সৈনিক। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সত্য ও সঠিক তথ্য তুলে ধরতে যাঁরা সাইবার যুদ্ধে অংশ নিচ্ছেন, শাহাদাত শাকিল তাঁদেরই অগ্রসার একজন।
তরুণ প্রজন্মকে গঠনমূলক চিন্তায় উদ্বুদ্ধ করতে এবং জাতীয়তাবাদী ভাবধারাকে সামনে রেখে তিনি বিভিন্ন প্ল্যাটফর্মে যেভাবে কাজ করছেন, তা হাতিয়াসহ পুরো জেলায় ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছে।
তাঁর কাজের মূল দিকগুলো সামাজিক ও রাজনৈতিক সচেতনতা তৈরি ডিজিটাল নিরাপত্তা ও সাইবার সক্রিয়তা
গঠনমূলক আলোচনা এবং সংগঠনের ডিজিটাল প্রচার
এলাকার মানুষ মনে করেন, শাহাদাত শাকিলের মতো মেধাবী তরুণরা দেশ ও সমাজের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ। হাতিয়া যেন তাঁর হাত ধরে আরও এগিয়ে যায়—এমনটাই প্রত্যাশা সবার।