*ডেস্ক রিপোর্ট:*
নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
২৫ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে সেনবাগ উপজেলার ছমির মুন্সিরহাট বাজারস্থ মোহাম্মদিয়া হোটেলের সামনে পাকা রাস্তার উপর এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) অনুপ চক্রবর্তী, সঙ্গীয় ফোর্সসহ।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আনোয়ার হোসেন (৪৮), পিতা-মোঃ আবুল খায়ের, মাতা-তাহেরা বেগম, গ্রাম-ইয়ারপুর (আবুল খায়ের কোম্পানির বাড়ি), ডাকঘর-ছমির মুন্সিরহাট, থানা-সেনবাগ, জেলা-নোয়াখালী।
অভিযানকালীন সময়ে উপস্থিত স্বাক্ষীদের সামনে আনোয়ার হোসেনের কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা জব্দ করা হয় এবং জব্দ তালিকা প্রস্তুত করা হয়।
এই অভিযানটি নোয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক এর দিকনির্দেশনায় এবং জেলা ডিবি পুলিশের ওসি’র তত্ত্বাবধানে পরিচালিত হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সেনবাগ থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
*মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের সাফল্য প্রশংসার দাবি রাখে এবং সমাজ থেকে মাদক নির্মূলে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।*