বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৬:৫১ পূর্বাহ্ন
আপডেটঃ
জান্নাতের টিকিট বিক্রির প্রচার ধর্ম নিয়ে প্রতারণা: রিজভী মিরপুরে রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন পুরোপুরি নির্বাপণে লাগতে পারে কয়েকদিন জুলাই জাতীয় সনদে স্বাক্ষর ১৭ অক্টোবর, দলগুলো পেল চূড়ান্ত ভাষ্য ও আমন্ত্রণ মাদরাসাতুর রহমাহ্ আল আরাবিয়াহ-টঙ্গীতে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত “জিয়া সাইবার ফোর্স থেকে কৃষক দলের দায়িত্ব— আলফাজ দেওয়ানের সংগ্রামী গল্প” ডিসি ইউএনও আমার কাছে কিছু না, তোকেও দেখে নেব শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান টাঙ্গাইলে বজ্রপাত রোধে ৮০ হাজার গাছ রোপণ: সুলতান সালাউদ্দিন টুকু মিশরে গাজা শান্তিচুক্তিতে স্বাক্ষর, বিশ্বনেতাদের উপস্থিতিতে ঐতিহাসিক মুহূর্ত শ্রীপুরে জমি বিরোধের জেরে মুক্তিযোদ্ধার স্ত্রীর দাফনে বাধা, হামলায় আহত ৩

সিলেটের জাফলংয়ে গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১০০ Time View

ফটো কার্ড

মো: মানিক হোসেন বিজয়

গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি (জিডিআরইউ)–এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও বনভোজন সিলেটের জাফলংয়ের জৈন্তা হিল রিসোর্টে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পেশাগত নীতি, আত্মমর্যাদা ও সাংবাদিকতার মর্যাদা অক্ষুণ্ণ রাখার আহ্বান জানিয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং ও মর্যাদাবান পেশা। নীতিনৈতিকতা বজায় রেখে, সততা, আন্তরিকতা ও পেশার প্রতি একনিষ্ঠতা দিয়েই সাংবাদিকদের এগিয়ে যেতে হবে।

গত ৮ আগস্ট (শুক্রবার) সন্ধ্যা ৭টায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা সভাপতি এম কাজল খান। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. মাসুম রানা এবং কার্যকরী সভাপতি আশরাফুল আলম শরীফ। কুরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয় এবং পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিবিসি টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক লায়ন মো. আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন জাফলং জয়ন্তপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান।

এছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব রিঙ্কু, সাপ্তাহিক বাওয়াল পত্রিকার প্রকাশক ও সম্পাদক মনিরুজ্জামান, কোনাবাড়ি থানা প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দিন আহমেদ, সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যান সুমন চৌধুরী এবং সিলমুন আব্দুল হাকিম মাস্টার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মনিরুজ্জামান।

এছাড়া গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা আল মামুন, উপদেষ্টা শাহনেওয়াজ তানভীর, সিনিয়র সহ-সভাপতি ড. আব্দুল হামিদ, হুমায়ুন কবির তালুকদার, হারিছুর রহমান শিপলু, মাসুদ করিম, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ তাইজুল, সুজন আহমেদ, ইসমাইল হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ খান, জাকির হোসেন, আব্দুল হাকিম, জাহিদ হাসান, জাকারিয়া সিকদার, কামরুল হাসান রনি, মোসাঃ মুন্নি আক্তার, ওয়াসিম রেজা, সুলতানা সরকার, মুক্তারিনা, হারুন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা ও বনভোজন শেষে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102