বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৬:৫১ পূর্বাহ্ন
আপডেটঃ
জান্নাতের টিকিট বিক্রির প্রচার ধর্ম নিয়ে প্রতারণা: রিজভী মিরপুরে রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন পুরোপুরি নির্বাপণে লাগতে পারে কয়েকদিন জুলাই জাতীয় সনদে স্বাক্ষর ১৭ অক্টোবর, দলগুলো পেল চূড়ান্ত ভাষ্য ও আমন্ত্রণ মাদরাসাতুর রহমাহ্ আল আরাবিয়াহ-টঙ্গীতে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত “জিয়া সাইবার ফোর্স থেকে কৃষক দলের দায়িত্ব— আলফাজ দেওয়ানের সংগ্রামী গল্প” ডিসি ইউএনও আমার কাছে কিছু না, তোকেও দেখে নেব শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান টাঙ্গাইলে বজ্রপাত রোধে ৮০ হাজার গাছ রোপণ: সুলতান সালাউদ্দিন টুকু মিশরে গাজা শান্তিচুক্তিতে স্বাক্ষর, বিশ্বনেতাদের উপস্থিতিতে ঐতিহাসিক মুহূর্ত শ্রীপুরে জমি বিরোধের জেরে মুক্তিযোদ্ধার স্ত্রীর দাফনে বাধা, হামলায় আহত ৩

হাতিয়ায় ফেরীর দাবিতে ঢাকা প্রেসক্লাবের সামনে মানববন্ধন!

Coder Boss
  • Update Time : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৮৯ Time View

ফটো কার্ড

শাহাদাত হোসেন, হাতিয়া প্রতিনিধি-

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার স্থায়ী ফেরি সার্ভিস চালুর দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। “সম্মিলিত সামাজিক সংগঠন” এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন হাতিয়ার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী ও ঢাকায় বসবাসরত দ্বীপবাসীরা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে স্লোগান দেন— “অবহেলার অবসান চাই, হাতিয়ার ফেরি দ্রুত চাই”। তারা বলেন, দীর্ঘদিন ধরে হাতিয়ার প্রায় ৮ লক্ষ মানুষ মৌলিক অবকাঠামো ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা থেকে বঞ্চিত।

বক্তারা তিনটি মৌলিক দাবি উপস্থাপন করেন—
১. নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ ও সুরক্ষা ব্যবস্থা গ্রহণ
২. নিরাপদ ও আধুনিক যাতায়াত ব্যবস্থা, বিশেষ করে স্থায়ী ফেরি সার্ভিস চালু
৩. শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন ও পর্যাপ্ত সুবিধা নিশ্চিত

তারা অভিযোগ করেন, নদী ভাঙনের কারণে প্রতিবছর শত শত পরিবার গৃহহীন হয়ে পড়ছে, চাষের জমি নদীতে বিলীন হচ্ছে এবং জীবিকা হুমকির মুখে পড়ছে। অপরদিকে, দ্বীপের সাথে মূল ভূখণ্ডের একমাত্র যোগাযোগ ব্যবস্থা নৌপথ— যা বর্ষা ও দুর্যোগের সময়ে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। স্থায়ী ফেরি সার্ভিস চালু হলে যাতায়াতের সময় ও খরচ কমবে, দুর্ঘটনার ঝুঁকি হ্রাস পাবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।

শিক্ষা ও স্বাস্থ্য খাতের দুরবস্থাও মানববন্ধনে আলোচিত হয়। বক্তারা বলেন, দ্বীপের অনেক এলাকায় পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান নেই, চিকিৎসা সেবায় ঘাটতি ও চিকিৎসক সংকট বিদ্যমান, যা জরুরি স্বাস্থ্যসেবা থেকে মানুষকে বঞ্চিত করছে।

আয়োজকরা সরকারের কাছে অবিলম্বে এই তিন দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান এবং দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102