স্টাফ রিপোর্টার-মো রুহুল আমিন (আলামিন)
সাভারে বাংলাদেশ বেতার এর সাবেক কর্মচারীর পুত্র মো.জাকির হোসেনের চিকিৎসায় সহায়তা করার লক্ষ্যে চ্যারিটি কনসার্টের আয়োজন করেছে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাভার পৌর মেয়র পদপ্রার্থী মো খোরশেদ আলম ।
আজ (৮ আগষ্ট ) রোজ শুক্রবার বিকাল ৪টায় সাভার রেডিও কলোনি মডেল স্কুল মাঠে কনসার্টে আয়োজন করা হয়। কনসার্টের আয়োজক ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাভার পৌর মেয়র পদপ্রার্থী, মো খোরশেদ আলম বলেন।
জাকির হোসেন কিডনি রোগে আক্রান্ত হয়ে তার দুইটা কিডনি বিকল হয়ে যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। তার চিকিৎসায় অনেক টাকার প্রয়োজন।
আর এ কারণে যে যেভাবে পারছি সহায়তায় এগিয়ে আসছি। জাকিরের চিকিৎসা তহবিল সংগ্রহের উদ্যোগে চ্যারিটি কনসার্ট আয়োজন করা হয়েছে।
সকলকে কাছে জাকিরের জন্য সহযোগিতা আহবান জানাচ্ছি। আজ ওর এই সংকটকালে নিশ্চয়ই সহযোগিতার হাত প্রসারিত করে সবাই এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা করছি।চ্যারেটি গানের অনুষ্ঠানের মধ্যবর্তী সময়ে নিজ অর্থসহ দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে জাকিরের চিকিৎসা সেবায় ১ লক্ষ ৯৭ হাজার ৫ শত টাকা তুলে দেন অসুস্থ জাকিরের স্বজনদের কাছে।
চিকিৎসার জন্য আমরা কিছুটা যদি সহায়তা করি তবে সে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে।
এদিকে স্থানীয়ভাবে জাকির কে ভালোবেসে অনেকেই সহায়তা করছেন।
ঢাকা জেলা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক খোরশেদ আলম পক্ষ থেকে সাভারবাসী সহ কন্ঠ শিল্পী বৃন্দদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং অনেক অনেক দোয়া ও শুভকামনা জানিয়েছেন বিএনপি নেতা খোরশেদ আলম ।