স্টাফ রিপোর্টার-মো রুহুল আমিন(আলামিন)
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ঢাকায় বিএনপির বিজয় র্যালিতে কয়েক শত নেতাকর্মী নিয়ে অংশ নিয়েছেন, ঢাকা জেলা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক লায়ন মোঃ খোরশেদ । বুধবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়।
র্যালিতে আরো উপস্থিত ছিলেন ঢাকা ১৯ আসনের সাবেক সাংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ঢাকা জেলা বিএনপি সভাপতি খন্দকার আবু আশফাক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী,এসময় বিএনপি নেতা লায়ন খোরশেদ আলমের নেতৃত্বে বিভিন্ন থানা, উপজেলা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এসময় তাদের ঢাকা জেলার ব্যানার অংশগ্রহণ করতে দেখা যায়।
র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘তারেক রহমান বীরের বেশে-আসবে ফিরে বাংলাদেশে’, ‘সবার আগে-বাংলাদেশ’, ‘গণতন্ত্র মুক্তি পাক’ সহ বিভিন্ন স্লোগান দেন।
এর আগে দুপুর থেকেই দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ছোট-বড় মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন। তাদের মাথায় ছিল নানা রঙের ক্যাপ এবং হাতে ছিল জাতীয় ও দলীয় পতাকা।
র্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন এবং বিজয় র্যালিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেয়। র্যালিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস ও সালাহউদ্দিন আহমদ সহ অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।