স্টাফ রিপোর্টার -মো রুহুল আমিন (আলামিন)
জুলাই গণঅভ্যুত্থানের অংশীজন ছাত্র- শ্রমিক-জনতার সম্মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপির বিশেষ অনুষ্ঠান- “আমাদের কথা,আমরাই বলবো” স্লোগান কে সামনে রেখে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা জেলা বিএনপির সভাপতি আবু আশফাক, সাধারণ সম্পাদক এডভোকেট নিপুন রায় চৌধুরী ঢাকা ১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডা দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই থানা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন,ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক লায়ন খোরশেদ আলম প্রমুখ সহ, জেলা-উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আশুলিয়ার শ্রীপুর
দারুল ইহসান মাদ্রাসা মাঠে আয়োজিত উক্ত সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত হন । সমাবেশ বিকাল তিনটা থেকে শুরুর কথা থাকলে ও দুপুর ১টার সময় সমাবেশ স্থল ভরে যায় নেতাকর্মীদের উপস্থিতিতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণ সমাবেশ স্থলে আসেছেন। সমাবেশে যোগ দিতে আসা ঢাকা জেলা বিএনপি র সাবেক যুগ্ম সম্পাদক লায়ন খোরশেদ আলম বলেন, আজকে এই সমাবেশের মাধ্যমে আমরা গত বছর ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যে সমস্ত ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের প্রতি সম্মান প্রদর্শন করবো। এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দলকে আরো উজ্জীবিত করার চেষ্টা করব।