মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১১:০৩ অপরাহ্ন
আপডেটঃ
বিএনপি’র ২৫০ আসনে ‘গ্রিন সিগন্যাল’ ও কড়া হুঁশিয়ারি দিলেন তারেক রহমান। ঘাট দখলে রাজনৈতিক হস্তক্ষেপ ঠেকাতে সতর্ক থাকুন: নৌ উপদেষ্টা সাখাওয়াত ঘূর্ণিঝড় ‘মোন্থা’ অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে প্রস্তুত, প্রভাব পড়বে বাংলাদেশেও অস্ট্রেলিয়ায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। শৈলকূপায় জিয়া সাইবার ফোর্সের আয়োজনে প্রজেক্টরে তারেক রহমানের বিবিসি সাক্ষাৎকার প্রচার। অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে, প্রতিটি অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত প্রয়োজন — আব্দুল জলিল ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু, ট্রেন চলাচল বন্ধ। জিয়া সাইবার ফোর্সের ইতালি শাখার পূর্ব ঘোষিত কমিটি বহাল: ফাইজাল খান গংয়ের জেডসিএফ-এর সাথে কোনো সংশ্লিষ্টতা নেই বেড়িবাঁধ কেটে পাইপ স্থাপনের চেষ্টা, এলাকাবাসীর প্রতিরোধ! সাভারের মাঠে বিএনপি ‘শক্তিশালী’ এমপি বাবু ও মেয়র খোরশেদ আলমের পক্ষে জনতার রায়।

ইরানের বন্দরে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৭০

Coder Boss
  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৪১ Time View

আন্তর্জাতিক ডেস্ক-

ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসের শহীদ রাজাই বন্দরে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। এছাড়াও আহতের সংখ্যা ১২শ’ ৫জন ছাড়িয়েছে। বুধবার (৩০ এপ্রিল) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, রাজাই বন্দরে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন পুরোপুরি নেভানোর জন্য এখনও কাজ করে যাচ্ছে দমকল বাহিনী। বন্দরের কিছু কনটেইনার থেকে এখনও বের হচ্ছে নির্গত হচ্ছে বিষাক্ত গ্যাস।

শনিবার (২৬ এপ্রিল) ইরানের রাজধানী তেহরান থেকে ১ হাজার কিলোমিটার দক্ষিণে বন্দর আব্বাসের কাছে শহীদ রাজাই বন্দরে শক্তিশালী এই বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের পর থেকেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছিল।

তবে, দমকা হাওয়া ও কনটেইনারে থাকা দাহ্য পদার্থের কারণে মাঝে মাঝে নতুন করে আগুন ধরে যাচ্ছিল। কিছু কনটেইনার থেকে বিষাক্ত গ্যাসও নির্গত হচ্ছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার খবর অনুযায়ী, দেশটির সংসদের সামাজিক কমিটির সদস্য আহমাদ ফাতেমি এই ঘটনা তদন্ত করতে ‘নিরীক্ষণ সংস্থা ও বিচার বিভাগ’-এর প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়াও রাজাই বন্দরে বিস্ফোরণের সাথে জড়িত ব্যর্থতার জন্য সবাইকে স্পষ্ট জবাবদিহিতা দাবি করেছেন।

ফাতেমি বলেন, ‘কোনো পদক্ষেপ না নেয়ার ব্যর্থতাগুলো সম্পূর্ণভাবে চিহ্নিত করতে হবে। যেসব স্থানে দাহ্য রাসায়নিক পদার্থ রয়েছে, সেখানে সব নিরাপত্তা প্রোটোকল কঠোরভাবে মেনে চলতে হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102