মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৩:৪০ অপরাহ্ন
আপডেটঃ
শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান টাঙ্গাইলে বজ্রপাত রোধে ৮০ হাজার গাছ রোপণ: সুলতান সালাউদ্দিন টুকু মিশরে গাজা শান্তিচুক্তিতে স্বাক্ষর, বিশ্বনেতাদের উপস্থিতিতে ঐতিহাসিক মুহূর্ত শ্রীপুরে জমি বিরোধের জেরে মুক্তিযোদ্ধার স্ত্রীর দাফনে বাধা, হামলায় আহত ৩ অস্ট্রেলিয়ার মন্ত্রী ড. অ্যান অ্যালি বাংলাদেশের সরকারি সফরে আসছেন ভোটার তালিকা চূড়ান্ত: ১৮ নভেম্বর প্রকাশ করবে ইসি গুলশানে আমেরিকান দূতাবাসের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ: উন্মত্ত পরিস্থিতি ঢাকা-৩: ধানের শীষের বিজয় নিশ্চিত করতে গয়েশ্বরের জরুরি সভা পবিত্র ওমরাহ পালনে সপরিবারে মক্কায় কেন্দ্রীয় কৃষক দল নেতা ড. হারুনুর রশীদ ভুঁইয়া।

সাবেক মন্ত্রী মান্নানের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে গাজীপুরে নানা কর্মসূচি

Coder Boss
  • Update Time : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১২৮ Time View

ফটো কার্ড

মোহাম্মদ আলফাজ দেওয়ান:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন এর সাবেক উপদেষ্টা,সাবেক মন্ত্রী ও গাজীপুরের সাবেক মেয়র আলহাজ্ব অধ্যাপক এম. এ মান্নানের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার ছেলে গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুর করিম রনি নানা কর্মসূচি গ্রহণ করেছে।

আগামীকাল সোমবার (২৮ এপ্রিল) গাজীপুরর মহানগর যুবদরের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সকাল ১১ টায় গাজীপুর রাজবাড়ী রোড মহানগর বিএনপির কার্যালয়ে এই কার্যক্রম চলবে।
পূবাইল থানা বিএনপির আয়োজনে- মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে বেলা সাড়ে ১২ টায় । এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, বিশেষ অতিথি হিসেবে থাকবেন গাজীপুর মহানগর বিএনপির সাধারন সম্পাদক, এম মঞ্জুরুল করিম রনি ।
দুপুর ১টায় কাশিমপুর থানা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, বিশেষ অতিথি হিসেবে থাকবেন গাজীপুর মহানগর বিএনপির সাধারন সম্পাদক, এম মঞ্জুরুল করিম রনি।
গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে দুপুর ২টা ৩০ মিনিটে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, বিশেষ অতিথি হিসেবে থাকবেন গাজীপুর মহানগর বিএনপির সাধারন সম্পাদক, এম মঞ্জুরুল করিম রনি।
বাদ আসর সালনায় গাজীপুর মহানগর বিএনপি নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা গাজীপুরের মাটি ও মানুষের নেতা, সাবেক মন্ত্রী ও সাবেক মেয়র মরহুম অধ্যাপক এম এ মান্নানের কবর জিয়ারত করবেন।এবং অধ্যাপক এম. এ মান্নানের স্মরণ সভার আয়োজন করা হয়েছে, এছাড়াও এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরন কর্মসূচি গ্রহন করা হয়েছে। থাকবে মসজিদে, মসজিদে দোয়া ও মোনজাত।
২৮ ও ২৯ তারিখে থানায় থানায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। তার মৃত্যু বার্ষিকীর এই আয়োজনে অসহায় ও দুস্থ এবং বঞ্চিতদের মাঝে রিকসা, ভ্যানগাড়ী, সেলাই মেশিন, নগদ অনুদান দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এছাড়ও অধ্যাপক এম. এ মান্নান স্যারের স্মৃতির উদ্দেশ্যে প্রীতি ফুটবল টুর্নামেন্টর আয়োজন করা হয়েছে যা গাজীপুর জেলা বনাম মানিকগঞ্জ জেলার অংশগ্রহণে অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102