শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১২:০৩ অপরাহ্ন
আপডেটঃ
আইন উপদেষ্টাকে নিয়ে ভারতের গণমাধ্যমে মিথ্যা প্রতিবেদন, মন্ত্রণালয়ের বিবৃতি দ্য উইক’ ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে কাভার স্টোরি জিয়া সাইবার ফোর্স সৌদি আরব শাখা কমিটি অনুমোদন কাশ্মীরে পর্যটকদের ওপর জঙ্গি হামলা, নিহত অন্তত ২৪ মাদক বন্ধে অ্যাকশন না নিলে চাকরি থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে কাতারে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সৌদি বিএনপি নেতৃবৃন্দের জনাব আব্দুল মান্নানের সাথে সাক্ষাৎ *মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাৎ করলেন মনোনয়ন প্রত্যাশী আব্দুল মান্নান* *সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জনাব লুৎফুজ্জামান বাবর সাহেবের সাথে সৌজন্য সাক্ষাৎ* ডিবি কর্তৃক নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ছয় সদস্য গ্রেফতার

কাশ্মীরে পর্যটকদের ওপর জঙ্গি হামলা, নিহত অন্তত ২৪

Coder Boss
  • Update Time : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৮ Time View

ভারত শাসিত জম্মু-কাশ্মীরে পর্যটকদের ওপর জঙ্গি হামলা হয়েছে। পর্যটকদের একটি দলের ওপর আচমকা গুলি চালায় বন্দুকধারীরা। এতে অন্তত ২৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েক জন।

মঙ্গলবার (২২ এপ্রিল) স্থানীয় সময় আড়াইটার দিকে পর্যটনকেন্দ্র পহেলগামের একটি মাঠে জঙ্গিরা এলোপাতাড়ি গুলি চালায়। তিন নিরাপত্তা সূত্র নিহতের সংখ্যা যথাক্রমে ২০, ২৪ ও ২৬ বলে জানালেও সরকারিভাবে এখনও তা নিশ্চিত করা হয়নি।

তবে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে বলছে, এই সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন পর্যটক নিহত হয়েছে। আর এএফপিকে বরাত দিয়ে পাকিস্তানের গণমাধ্যম ডন বলছে, এ ঘটনায় প্রাণহানি হয়েছে অন্তত ২৪ জনের।

গত কয়েক বছরে এই হিমালয়ান অঞ্চলে বেসামরিকদের লক্ষ্য করে এটিই সবচেয়ে ভয়াবহ হামলা।

এর আগে, প্রাথমিক খবরে এই জঙ্গি হামলায় একজন নিহত এবং সাতজন আহত হওয়ার খবর জানিয়েছিল ভারতীয় টিভি চ্যানেলগুলো।

ভারতীয় পত্রিকায় বলা হয়েছে, বেশ কয়েকজন পর্যটক ট্রেকিং করার সময় তাদের উপর হামলা হয়। স্থানীয়রা বলছেন, পর্যটকদের ভিড়ে মিশে ছিল জঙ্গিরা। গুলির ঘটনার পরই সেনা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশ জানায়, আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। আহতদের মধ্যে তিনজন স্থানীয় এবং তিনজন রাজস্থানের।

জম্মু-কাশ্মীরে বেশ কয়েক বছর ধরে সশস্ত্র গোষ্ঠীর প্রধান লক্ষ্য ছিল নিরাপত্তা বাহিনী। বহুদিন ধরে সশস্ত্র গোষ্ঠী পর্যটকদের আক্রমণ করেনি। নিরাপত্তা বাহিনী ছাড়াও সশস্ত্র গোষ্ঠীদের আক্রমণে পরিযায়ী শ্রমিকদের কেউ কেউ নিহত হয়েছিলেন। তবে পর্যটকদের ওপর হামলা না হওয়ার ফলে এই কেন্দ্রশাসিত অঞ্চলে পর্যটকের সংখ্যা বেড়ে গিয়েছিল।

গত বছরের মে মাসে অবশ্য এই পহেলগামেই সশস্ত্র গোষ্ঠীর আক্রমণে আহত হয়েছিলেন দুজন পর্যটক। কিন্তু সরকার এই ঘটনাকে বিচ্ছিন্ন মনে করেছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102