*নোয়াখালী প্রতিনিধি* মোঃ একে আজাদ*
আজ এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে দেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিশিষ্ট নেতা *জনাব লুৎফুজ্জামান বাবর* সাহেবের সঙ্গে মতবিনিময় করেন তরুণ রাজনীতিক ও প্রবাসী বিএনপি নেতা * নোয়াখালী ২ সেনবাগ সোনাইমুড়ি আংশিক আসনের মনোনয়ন প্রত্যাশী জনাব আব্দুল মান্নান*।
সাক্ষাতে তারা *বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল এবং দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি* নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও বিএনপির সাংগঠনিক দিক এবং আগামী দিনের পথচলা নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা হয়।
জনাব বাবর তার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন এবং প্রবাস থেকে দলের জন্য যেসব ইতিবাচক কাজ হচ্ছে, সেসবের প্রশংসা করেন।
*আব্দুল মান্নান* বলেন,
_”লুৎফুজ্জামান বাবর সাহেবের মতো একজন অভিজ্ঞ নেতার সঙ্গে আলোচনার সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। তাঁর অভিজ্ঞতা ও দিকনির্দেশনা আগামীর পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”_
এই সৌজন্য সাক্ষাৎ বিএনপির রাজনীতিতে ভবিষ্যতের পরিকল্পনা ও নেতৃত্ব বিকাশে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে বলে মত দেন উপস্থিত নেতাকর্মীরা।
সাক্ষাৎ শেষে উভয়েই দলের সুদিন প্রত্যাবর্তনের জন্য একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।