নোয়াখালী প্রতিনিধিঃ মোঃ একে আজাদ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সফল সভাপতি, বৃহত্তর নোয়াখালীর অবিসংবাদিত জননন্দিত নেতা, বেগমগঞ্জ থেকে পাঁচবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী জনাব বরকত উল্লাহ বুলু বর্তমানে রাজধানীর জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি দীর্ঘদিন ধরে শ্বাসতন্ত্রজনিত জটিলতায় ভুগছেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও হাসপাতালের পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনায় পরিবার, শুভাকাঙ্ক্ষী ও বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পক্ষ থেকেও বরকত উল্লাহ বুলুর সুস্থতা কামনা করছেন। দলীয় নেতাকর্মীরা এই সময়ে তাঁর পাশে থাকার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।