বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, এবার স্মরণকালের ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। কৃষি উৎপাদনে এর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে।
সোমবার (১৩ অক্টোবর) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কৈচাপুর ইউনিয়নের বরখালের পাড়ে বন্যা পরিস্থিতি অবলোকন করতে গিয়ে এসব কথা বলেন তিনি।
আল্লাহর ওপর ভরসা রেখে ধৈর্য ধারণ করে পরিস্থিতি মোকাবেলা করতে উৎসাহ দিয়ে প্রিন্স বলেন, বন্যার্ত মানুষের সহায়তায় পর্যাপ্ত ত্রাণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্য, হাস ও মুরগী খামারী, ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতি নিরূপণ করে সহজ শর্তে সুদবিহীন ঋণ দিতে হবে। এ কাজে দ্রুত এগিয়ে আসতে সরকারকে আহ্বান জানান।
পরে তিনি বন্যার্ত মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জাসাসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারজানা রহমান হোসনা, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুল, বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, ময়মনসিংহ জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম, মহানগর যুবদলের সহ-সভাপতি আবদুস শহিদ, উত্তর জেলা যুবদলের সহ সভাপতি আবদুল আজিজ খান।