বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৪ অপরাহ্ন

সব আগের মতই আছে, শুধু শেখ হাসিনা নেই: গয়েশ্বর চন্দ্র রায়

Coder Boss
  • Update Time : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ৪৭ Time View

সরকার পরিবর্তন হলেও মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, সরকার বদলে গেছে। তুমি-আমি আগে যেমন ছিলাম, তেমনই আছি। মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি। সব আগের মতোই আছে, শুধু শেখ হাসিনা নেই।

রোববার (১৩ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে বিএনপির আয়োজিত এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।

গয়েশ্বর চন্দ্র বলেন, আওয়ামী লীগ সরকারের সময় হওয়া মামলায় এখনও বিএনপি নেতাকর্মীদের আদালতে হাজিরা দিতে হচ্ছে। প্রশ্ন তোলেন, সেগুলোতে এখনও কেন হাজিরা দিতে হচ্ছে? সরকার পরিবর্তন হওয়ার পরও কেন এমন ভোগান্তি পোহাতে হচ্ছে? এরপরই বলেন, এজন্যই বলেছি সরকার আগের মতোই আছে। পরিবর্তন হয়নি।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে জাতি ব্যর্থ হবে। আমরা আপনাদের সর্বাত্মক সহায়তা করবো। এই মুহুর্তে নির্বাচন হলে ৯০ শতাংশ মানুষ ভোটে উপস্থিত হবে। ১৬ বছর ধরে জাতি অপেক্ষা করছে। তাই আপনারা জাতির সামনে পরিষ্কার করুন, কতদিনে নির্বাচন দেবেন। এসময় জাতির সামনে নির্বাচন কবে হবে সেটা প্রকাশ করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান গয়েশ্বর।

বাংলাদেশের অর্থনীতি অন্যান্য দেশের তুলনায় দুর্বল জানিয়ে এই বিএনপি নেতা বলেন, জনগণকে নিয়ে কাজ না করলে প্রশাসন দিয়ে কাজ করাতে পারবেন না। মানুষকে সম্পৃক্ত করে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102