বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০১:০৬ পূর্বাহ্ন

বাবা সিদ্দিকের শেষ বিদায়ে কান্নায় ভেঙে পড়লেন সালমান খান

Coder Boss
  • Update Time : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১০৩ Time View

ভারতের মহারাষ্ট্র রাজ্যের আলোচিত রাজনীতিবিদ বাবা সিদ্দিককে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১২ অক্টোবর) মুম্বাইয়ে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্ট আততায়ীদের গুলিতে মৃত্যু হয় তার। বলিউড অভিনেতা সালমান খানের সঙ্গে বেশ হৃদ্যতা ছিল এই রাজনীতিবিদের। তাকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন সালমান খান। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

কয়েক বছর ধরেই সালমান খানকে হত্যার হুমকি দিয়ে আসছে সন্ত্রাসী লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। এর মধ্যে সালমানের বাড়িতেও হামলা চালিয়েছে তারা। এবার সালমানের বন্ধু বাবা সিদ্দিককে হত্যা করেছে এই গ্যাং।

গতরাতে বন্ধুর মৃত্যুর খবর পেয়েই মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ছুটে যান সালমান। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানা যায়, সেখান থেকে নিজের বাসায় গিয়ে সারারাত ঘুমাতে পারেননি তিনি। বাবা সিদ্দিকীর ছেলে জিশান সিদ্দিকের সঙ্গে যোগাযোগ করে বারবার তাকে সান্ত্বনা দিচ্ছিলেন।

রোববার (১৩ অক্টোবর) কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বাবা সিদ্দিককে শেষ শ্রদ্ধা জানাতে তার বাড়িতে গিয়েছিলেন সালমান খান। ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, বন্ধুর এমন মৃত্যুতে বিধ্বস্ত সালমানের চোখ অশ্রুভেজা।

এদিকে বাবা সিদ্দিককে হত্যার দায় স্বীকার করে সালমান খানকে সাহায্যকারীদেরও হুমকি দিয়েছে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। বাবা সিদ্দিক হত্যাকাণ্ডের পর সালমানের বাসা ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে মুম্বাই পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102