জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর সোলিংজেনে একটি উৎসবে ছুরিকাঘাতে তিনজন নিহত ও চারজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার রাতে ওই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে রয়টার্স।
শুক্রবার (২৩ আগস্ট) স্থানীয় সময় রাত পৌনে ১০টার দিকে জার্মানির পশ্চিমাঞ্চলের শহরটিতে এ হামলার ঘটনা ঘটে।
দেশটির স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জোলিঙ্গেন শহরের ৬৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি উৎসবে যোগ দিয়েছিলেন সেখানকার বাসিন্দারা। শুক্রবার শুরু হওয়া উৎসবটি আগামী রোববার শেষ হওয়ার কথা ছিল। কিন্তু উৎসবের প্রথম দিনেই হামলার ঘটনায় শোকের অবতারণা হয়।
উৎসবে উপস্থিত লোকজনের ওপর একজন হামলাকারী এলোপাতাড়ি ছুরিকাঘাত করেছেন বলে জানিয়েছে জার্মান সংবাদমাধ্যম ‘বিল্ড’। তাদের প্রতিবেদন অনুযায়ী, হামলায় অন্তত তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলাকারীকে আটক করা যায়নি এখন পর্যন্ত।