নিজস্ব প্রতিনিধি-চাঁদপুরের কচুয়া উপজেলা পাথৈর গ্রামের অধিবাসী সাচার ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সফল সভাপতি মো: ইব্রাহিম খলিল কেমন আছে?
এই প্রশ্ন অনেক উদীয়মান ছাত্রনেতা প্রায় করে যাচ্ছে।
কারন অভিভাক না থাকলে সন্তান ভালো থাকেনা।এমন প্রশ্নেই আমরা খোঁজ নেই কচুয়ার হাজারো ছাত্রের অভিবাবক ছিলেন মো: ইব্রাহিম খলিলকে। যার ডাকে সারা দিয়ে মূর্হুতে একত্রিত হতো শত শত ছাত্র।
চারদলীয় সরকারের আমলে অনেকে দলের নাম বিক্রি করে সুবিধা নিলেও ইব্রাহিম কোন সুবিধা ভোগ করেনি।
সাবেক প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের ছিলেন অন্ধ ভক্ত ।তিনি ডিগ্রী পাশ করেও সরকারি চাকুরির পেছনে ঘুরেনি, ঘুরেছেন সংগঠনের জন্য।সংগঠনের জণ্য নিবেদিত প্রাণ ইব্রাহিম খলিল মিয়াজীকে প্রয়োজন।
সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে প্রতিপক্ষের কাছে একাধিক বার হামলা, মামলার শিকার হয়েছেন তিনি। সময়ের কারনে সংগ্রামী ছাত্রনেতা ইব্রাহিমকে অনেকে ভুলে গেলেও ভুলেনি কচুয়া থানা ছাত্রদল।দলের এই দূর্দিনে কচুয়ার বিএনপি রাজনীতিতে ভীষণ প্রয়োজন।
এদিকে কচুয়া উপজেলা ছাত্রদলের সভাপতি পদ – প্রার্থী এল এল বি অনার্স অধ্যয়নরত ছাত্র মো: আকাশ মিয়াজী বলেছেন – এমন ত্যাগী ছাত্রনেতাদের আজ খুব প্রয়োজন।