রমনা মডেল থানার পৃথক আরও চারটি মামলায় জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হককে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। মঙ্গলবার (১৬ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে গ্রেপ্তার দেখান।
এ নিয়ে গত ২৮ অক্টোবরের ঘটনায় মোট ৯টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে সোমবার পল্টন থানার ৫টি নাশকতার মামলায় আমিনুল হককে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত।
এদিন আমিনুল হককে আদালতে হাজির করা হয়। এরপর পল্টন থানার নাশকতার দুই মামলায় ১০ দিন ও ৭ দিন করে মোট ১৭ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা। অন্যদিকে আসামির রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন তার ব্যাক্তিগত আইনজীবী অ্যাডভোকেট মো. কামরুজ্জামান সুমন।
উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক তাকে রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে দুদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
এর আগে গত ২৯ অক্টোবর রাজধানীর পল্টন মডেল থানায় পুলিশের এসআই মাসুক মিয়া বাদী হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় বিএনপির শীর্ষ নেতাসহ মোট ১৬৪ জনের নাম উল্লেখ করা হয়।