গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর রমনা ও পল্টন থানায় করা পৃথক ৫ মামলায় জামিন আবেদন গ্রহণ করে আইনানুযায়ী তা নিষ্পত্তি করতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে (সিএমএম) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিএনপি মিডিয়া সেল আহবায়ক জহির উদ্দিন স্বপনের করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার, জানুয়ারি ১৬, ২০২৪, রুলসহ এ আদেশ দেন।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর রমনা ও পল্টন থানায় জনাব স্বপনের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মিথ্যা দায়েরকৃত ৭টি মামলা বর্তমানে সিএমএম আদালতে বিচারাধীন। এর মধ্যে দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে কারান্তরীন রাখা হয়েছে। বাকী মামলায় তাঁকে গ্রেপ্তার না দেখানোর কারণে নিম্ন আদালত জামিন আবেদন গ্রহণ করেননি। এ অবস্থায় জামিন আবেদন গ্রহণ করে আইন অনুসারে তা নিষ্পত্তি করতে সিএমএম আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।