সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১০:২৪ অপরাহ্ন
আপডেটঃ

জিয়া সাইবার ফোর্স সংগঠন কি এবং কেনো?

আলফাজ দেওয়ান
  • Update Time : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫৫৬ Time View

জিয়া সাইবার ফোর্স-জিসাফো
এই জিয়া সাইবার ফোর্স এর নাম শুনে অনেক জেলার নেতা-কর্মীরা নাকি হাসি ঠাট্টা করে বা করতো।আমাদের একজন জেলা নেতার কথা, তবে যে নেতা হাসি ঠাট্টা করে ছিল সে এখন জিয়া সাইবার ফোর্স এর ঐ জেলায় উপদেষ্টা।
আসলে জিয়া সাইবার ফোর্স Bangladesh Nationalist Party-BNP এর কোন অঙ্গ সংগঠন না।
তাহলে জিয়া সাইবার ফোর্স – Zia Cyber Force কি?
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন মিডিয়া শূন্য,যখন দলের বিরুদ্ধে আওয়ামী লীগের নানান অপপ্রচার,বিএনপি দলীয় খবর গণমাধ্যমে প্রকাশ করা এক রকম বন্ধ তখনই এই অন-লাইনে প্রচার/প্রচারনা শুরু করেন বিএনপি প্রেমী তথা দেশ প্রেমী কিছু তরুন তাদের উদ্যোগে তৈরি হয় জেডফোর্স ।কিন্তু নানান কারনে জেড ফোর্স ঐক্য ধরে রাখতে ব্যর্থ হলে একেবারে তৃণমূল পর্যায়ে কয়েকজন কর্মী চিন্তা করে আমরা আবার নতুন করে শুরু করবো সে চিন্তা ধারা থেকে প্রথম WE REVOLT নামে একটি অন-লাইন মাধ্যম তৈরি হয়।পরবর্তীতে বিভিন্ন কর্মীদের মাধ্যমে আজকের এই জিয়া সাইবার ফোর্স(আমি সংক্ষিপ্ত বিবরণ দিয়েছি মাত্র)

এই জিয়া সাইবার ফোর্স বা জেড ফোর্স তাদের অবদান

সারা দেশ যখন জেলা মহানগর থানা পর্যায় যত নেতার কথাই বলেন তাদের মাঝে অনেকেই যখন বিএনপি করি বলার সাহস রাখেনি তখন (এরা) জিয়া সাইবার ফোর্স এর সদস্যবৃন্দ দলীয় সকল সংবাদ প্রচার প্রচারনায় ছিল সাহসী ভূমিকায়।
সংগঠনের কার্যক্রম দেখে জিয়া সাইবার ফোর্স কে বটবৃক্ষ হয়ে আজও আগলে রেখেছেন যিনি তিনি হলেন, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল ভাই।তিনি বর্তমানে জিয়া সাইবার ফোর্স এর প্রধান উপদেষ্টা।জিয়া সাইবার ফোর্স এর উপদেষ্টা হিসেবে আরও যারা আছেন তারা হচ্ছে-
প্রধান উপদেষ্টা: শহিদুল ইসলাম খান বাবুল।

উপদেষ্টা: শেখ রবিউল আলম রবি।

উপদেষ্টা: তানভীর আহমেদ রবিন।

উপদেষ্টা: ফ্লাইট লেফটেন্যান্ট ডক্টর হারুনুর রশিদ ভূঁইয়া।

উপদেষ্টা: আলহাজ্ব আ ন ম খলিলুর রহমান ভিপি ইব্রাহিম।

উপদেষ্টা: সৈয়দ জুলফিকার মনা।
————–

জিয়া সাইবার ফোর্স এর প্রতিটা সদস্য ডিজিএফআইসহ বিভিন্ন সময় আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা কোন না কোন ভাবে আক্রান্ত,নির্যাতিত গুম,মামলা,হামলা থেকে সকল কিছুর বাধা অতিক্রম করে, এই জিসাফো এগিয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে।
প্রথম যখন জিয়া সাইবার ফোর্স এর সদস্যগন দেশ মাতা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া’র সাথে সাক্ষাৎ করেন তখন তিনি বলে ছিলেন “তোমরাই তো আমাদের মিডিয়া।তোমরা দলীয় সংবাদ প্রচারের পাশাপাশি দলের ইতিহাস তুলে ধরো যেনো নতুনরাও আগ্রহী হয়ে বিএনপিতে আসে”

জিয়া সাইবার ফোর্স

এর পর বহু বার গনতন্ত্রের মাতা দেশ মাতা আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সাথে জিয়া সাইবার ফোর্স সাক্ষাৎ করেছে।

জিয়া সাইবার ফোর্স বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে সভা,সেমিনার করেছে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার,খন্দকার মোশাররফ হোসেন স্যার,রুহুল কবির রিজভী স্যার,নজরুল ইসলাম খান স্যার সহ অনেকেই সে সকল অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের অনুপ্রেরণা যুগিয়েছেন।

জিসাফো ১ম প্রতিষ্ঠা বার্ষিকী

জিয়া সাইবার ফোর্স অন-লাইন ও রাজপথ সংগ্রামে অবদানের জন্য বিভিন্ন লেখক ও তৃনমূল নেতাদের ক্রেস্ট প্রদান অনুষ্ঠানের আয়োজনও করে ছিল কয়েকবার।

আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ বছর ক্ষমতায় না থাকলেও এই দলের প্রতি জনতার ভালবাসা এক ফোঁটা কমেনি।নবীন থেকে প্রবীন সকলেই আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দিকে তাকিয়ে এই বাংলার জমিনে আবার প্রতিষ্ঠিত হবে গনতন্ত্র।সু-প্রতিষ্ঠিত হবে জনগনের ভোটের সরকার ‘জনগনের সরকার’।আগামীর রাষ্টনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ গনতন্ত্র ফিরবেই।

(সংক্ষিপ্ত ভাবে তুলে ধরেছি অন-লাইনে অনেকের অবদানে আজকের জিসাফো যা ইতিহাস হয়ে আছে থাকবে) চলবে…

মোহাম্মদ আলফাজ দেওয়ান 

সহ-সভাপতি জিয়া সাইবার ফোর্স(কেন্দ্রীয় কমিটি)

সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক-গাজীপুর মহানগর-স্বেচ্ছাসেবক দল।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102