মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ পূর্বাহ্ন
আপডেটঃ

ভুয়া চেকের ছবি নিয়ে যা বললেন মির্জা ফখরুল

Coder Boss
  • Update Time : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ৬৭৪ Time View

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০ লাখ টাকা চিকিৎসা সহায়তা নিয়ে বিদেশে গেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ফটো কার্ড ছড়িয়ে পড়ার ঘটনায় ক্ষোভ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর জন্য সরকারকে দায়ী করেন তিনি।

বর্তমানে মির্জা ফখরুল চিকিৎসার প্রয়োজনে সিঙ্গাপুরে অবস্থান করছেন। সেখানে থেকে ঢাকার একটি সংবাদমাধ্যমকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই নোংরামির শেষ কোথায়?’

তিনি বলেন, ‘এটা নোংরামি ছাড়া আর কিছু নয়। মির্জা ফখরুল বাপের জমি বিক্রি করে চিকিৎসা ও রাজনীতি করে। আমাকে কেনা সম্ভব নয়’।
মির্জা ফখরুল বলেন, ‘বিরোধী রাজনীতিবিদদের চরিত্র হননের এক জঘন্য খেলায় মেতেছে সরকার’।

ওই ফটো কার্ডটি রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই এর সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন। কেউ কেউ একে সত্য খবর হিসেবে প্রচার দেন। আবার কেউ কেউ এক গুজব হিসেবে অভিহিত করেন।

মির্জা ফখরুল এর প্রতিক্রিয়ায় বলেন, ‘এটি আওয়ামী লীগের একটি পরিকল্পিত প্রোপাগান্ডা। আমরা আন্দোলন করছি। সরকার নিপীড়ন-নির্যাতন করে এই আন্দোলন কোনোভাবেই দমন করতে পারছে না। দেশের মানুষ এই আন্দোলনে আরও বেশি সম্পৃক্ত হয়ে পড়ছেন। তাই সরকার নানা প্রোপাগান্ডা চালাচ্ছে।’

তিনি বলেন, ‘তারা একটা অপশক্তি। অপশক্তির যে কাজ, সেটাই তারা সারা জীবন করেছে, এখনো সেই কাজটি করছে। এটা দেখে আমি কোনো প্রতিক্রিয়া জানাইনি। কারণ, আমি জানি যে এটা নোংরা রাজনীতি। আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখবেন, প্রোপাগান্ডার মধ্যেই এর মিথ্যার সাক্ষ্য আছে’।

রবিবার রাত ৯টার দিকে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ‘রিউমার স্ক্যানার’ তাদের ফেসবুক পেজে লিখেছে, ‘প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০ লাখ টাকা চিকিৎসা সহায়তা নিয়ে মির্জা ফখরুলের বিদেশ ভ্রমণ দাবিতে ভাইরাল চেকটি ভুয়া।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102