রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৫৫ পূর্বাহ্ন
আপডেটঃ

আশ্রয় কেন্দ্র গুলোতে ত্রাণ সামগ্রী পৌঁছায়নি,বেড়েই চলছে পানি

Coder Boss
  • Update Time : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ২১৯ Time View

টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদ নদী ও হাওরের পানি দ্রুত বাড়ছে। নদনদীর পানি বিপদসীমার ওপর দিয়ে অতিবাহিত হচ্ছে। সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে বিপদসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে ছাতক পয়েন্টে ১৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া যাদুকাটা, রক্তি, পাটলাই, খাসিয়ামারাসহ অন্যান্য নদনদীর পানিও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। জেলার কিছু নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। সুনামগঞ্জ পৌর শহরের নিম্নাঞ্চল সুলতান পুরে পানি প্রবেশ করায় সুনামগঞ্জ সরকারি কলেজের আশ্রয়কেন্দ্রে এসেছেন প্রায় ২৫টি পরিবার। তারা জানান, গতকাল থেকে তাদের বাসাবাড়িতে পানি প্রবেশ শুরু করে। তাই তারা দ্রুত নিরাপদ আশ্রয়ে এসেছেন। সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী গতকাল রাতে আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন। তবে এখন পর্যন্ত আশ্রয়কেন্দ্রে ত্রাণ সামগ্রী পৌঁছায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102