বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ন
আপডেটঃ
জান্নাতের টিকিট বিক্রির প্রচার ধর্ম নিয়ে প্রতারণা: রিজভী মিরপুরে রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন পুরোপুরি নির্বাপণে লাগতে পারে কয়েকদিন জুলাই জাতীয় সনদে স্বাক্ষর ১৭ অক্টোবর, দলগুলো পেল চূড়ান্ত ভাষ্য ও আমন্ত্রণ মাদরাসাতুর রহমাহ্ আল আরাবিয়াহ-টঙ্গীতে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত “জিয়া সাইবার ফোর্স থেকে কৃষক দলের দায়িত্ব— আলফাজ দেওয়ানের সংগ্রামী গল্প” ডিসি ইউএনও আমার কাছে কিছু না, তোকেও দেখে নেব শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান টাঙ্গাইলে বজ্রপাত রোধে ৮০ হাজার গাছ রোপণ: সুলতান সালাউদ্দিন টুকু মিশরে গাজা শান্তিচুক্তিতে স্বাক্ষর, বিশ্বনেতাদের উপস্থিতিতে ঐতিহাসিক মুহূর্ত শ্রীপুরে জমি বিরোধের জেরে মুক্তিযোদ্ধার স্ত্রীর দাফনে বাধা, হামলায় আহত ৩

কাঁচা মরিচের কেজি ৭০০ টাকা!

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৩০ জুন, ২০২৩
  • ৩১৪ Time View

ফটো কার্ড

হু হু করে বাড়ছে কাঁচা মরিচের দাম। এতে ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা। ঝালকাঠিতে প্রতি কেজি কাঁচা মরিচ ৭০০ টাকায় বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৯ জুন) সন্ধ্যায় শহরের কাঁচা বাজারগুলো ঘুরে এ চিত্র দেখা যায়।

হাসান নামের এক ক্রেতা ‘হক কথা’ কে বলেন, ‘দুদিন আগেও ৩০০ টাকা কেজি দরে কাঁচা মরিচ কিনেছি। আজ না কিনেই বাসায় ফিরতে হবে।’

ছালমা বেগম নামের অপর এক নারী বলেন, ‘ঈদকে ঘিরে স্থানীয় সিন্ডিকেটের কারণে এ অবস্থা দাঁড়িয়েছে। ৭০০ টাকা মরিচের কেজি এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না।’

কাঁচা মরিচের আকাশছোঁয়া দামের ব্যাপারে বিক্রেতারা বলছেন, ঈদের সময় পাইকাররা দাম বাড়ায়। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে।

এ বিষয়ে ঝালকাঠি বড় বাজার কমিটির সহসভাপতি মো. কবির হাওলাদার বলেন, ‘ঈদের কারণেই পাইকারি বাজার চড়া। ৭০০ টাকায় বিক্রি করেও খুব বেশি লাভ থাকবে না।’

তিনি আরও বলেন, ‘সকালে বরিশাল থেকে প্রতি কেজি কাঁচা মরিচ সাড়ে ৫০০ টাকা কেজি দরে পাইকারি কিনতে হয়েছে। মাত্র ২০ কেজি মরিচ আনতে পেরেছি। তার উপরে পরিবহনসহ অন্যান্য খরচ রয়েছে। ঈদের পর এমন দাম আর থাকবে না।’

উল্লেখ্য, ঈদের একদিন আগেও ঝালকাঠিতে খুচরা বাজারে ৩০০-৪০০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102