সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যে আজ বুধবার ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব আমেজে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ধর্মপ্রাণ মুসলমানেরা ঈদ নামাজ ও পশু কোরবানির মধ্যদিয়ে পালন করবে ধর্মীয় দ্বিতীয় বৃহত্তম এ উৎসব।
আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হজরত ইব্রাহিম (আ.) তার প্রাণপ্রিয় পুত্র হজরত ইসমাইল (আ.)-কে কোরবানি করতে উদ্যত হয়েছিলেন। ওই অনন্য ঘটনার স্মরণেই ঈদুল আজহায় পশু কোরবানির এ রেওয়াজ চালু হয়। মহান আল্লাহপাকের প্রতি আনুগত্য এবং তারই রাহে সর্বোচ্চ আত্মত্যাগের এ ঐতিহাসিক ঘটনার ধারাবাহিকতায় মুসলিম বিশ্বে কোরবানি ও ঈদুল আজহা উদযাপিত হয়ে আসছে।
ইতোমধ্যে আমিরাতে অবস্থিত প্রবাসী বাংলাদেশি, পাকিস্তানি, ভারত-সহ অনেকে তাদের সাধ্য ও সামার্থের মধ্যে পছন্দের গরু, ছাগল বা অন্য কোনো হালাল পশু ক্রয় করেছে।
আমিরাতজুড়ে ঈদের জামাতের সময় সূচি:
আবুধাবি- ৫টা ৫৩ মিনিট (এএম), দুবাই- ৫টা ৫০ মিনিট (এএম), শারজাহ- ৫টা ৪৭ মিনিট (এএম), আজমান- ৫টা ৫৭ মিনিট (এএম), ফুজাইরাহ- ৫টা ৪৪ মিনিট (এএম), উম্মে আল কুইন- ৫টা ৪৬ মিনিট (এএম) ও রাস আল খাইমা- ৫টা ৪৪ মিনিট (এএম)।