গত পরশু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে ফেনীতে আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত অনেকেই তাদের মধ্যে নূর ইসলাম কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন লিখেছেন-
বাবার ক্ষত বিক্ষত দেহের পাশে বসে আছে ২ অবুঝ সন্তান।
দীর্ঘদিনে রাজপথে সহযোদ্ধা বিপ্লবী যুবনেতা নুর ইসলাম ভাইয়ের এমন অবস্থা দেখে নিজেকে স্থির রাখা সম্ভব হচ্ছে না।বোবা কান্না ছাড়া।
দেশনেত্রী মুক্তি আন্দোলনে ফেনীর রাজপথে প্রতিটি কর্মসূচিকে নুর ইসলাম ভাই সম্মুক্ষের যোদ্ধা।
গত পরশু ফেনীতে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে
আওয়ামী সন্ত্রাসীরা নির্মম, নিষ্ঠুরতায় ক্ষত,বিক্ষত আমাদের নুর ইসলাম ভাই ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। তার ২ পাশে দুটি অবুঝ সন্তান বসে আছে বাবর পাহারা।।
বড় মেয়েটা বয়স মাত্র ৬ বছর। তার মুখের দিকে তাকালে নিজেকে সামলানো কোন মানুষের পক্ষে সম্ভব নয়।
এদেশে যারা আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত,যাদের নির্দেশে,যাদের নেতৃত্বে এমন বর্বরতা,তাদের এবং তাদের সন্তানদের একদিন নুর ইসলাম ভাইয়ের অবুঝ সন্তানদের মুখোমুখি হতে হবে ইনশাআল্লাহ।
মহান রব প্রিয় নুর ইসলাম ভাই কে তার অবুঝ সন্তানদের উচিলায় দ্রুত সুস্থতা সহিত নেক হায়াত দান করুক।
হে মহান রব,তুমি মজলুমের সহায় হও।