শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিরা হলেন- বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের শিক্ষার্থী নুর উদ্দীন আহমেদ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল মুনতাসীর। এর মধ্যে নুর উদ্দীন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক এবং মুনতাসীর শহিদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের সহ-সভাপতি।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ভুক্তভোগী জুবায়ের আহমেদ পরিচিত একজনের কাছ থেকে মোটরসাইকেল কিনতে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যান। মোটরসাইকেল বিক্রেতাদের আসতে দেরি হওয়ায় জুবায়ের সোহরাওয়ার্দী উদ্যানে ঘুরতে যান। সেখানে গ্লাস টাওয়ারের পশ্চিম পাশে গেলে তিনজন তাকে ঘিরে ধরে ও কিল-ঘুসি দিয়ে আহত করে মানিব্যাগ থেকে ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে হাতে-পায়ে ধরলে আসামিরা পাঁচ হাজার টাকা ফেরত দিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মামলা করেন।