জিসাফো ডেস্কঃ বাংলাদেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে একটি নির্দলীয় ও শক্তিশালী নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন সরকারের জন্য চ্যালেঞ্জ হবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) নিজেই বলেছেন, তিনি কোনো প্রশ্নবোধক নির্বাচন চান না। আগামী দিনে একটি স্বচ্ছ, শক্তিশালী ও নির্দলীয় নির্বাচন কমিশন গঠনই হবে সেটার প্রথম পদক্ষেপ।’
তিনি আরো বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য বন্ধু দেশগুলো চায়, বাংলাদেশে এমন একটি নির্বাচন কমিশন গঠন করতে যাতে আগামিতে সবার ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করা যায়, একইসঙ্গে প্রত্যেকটি ভোট গণনা করা হয়।’
মিয়ানমারের রোহিঙ্গা প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘বর্তমান অবস্থার আমরা আনুষ্ঠানিক স্বচ্ছ তদন্ত চাই, আমরা জানতে চাই মিয়ানমারের ভিতরে আসলে কী হচ্ছে। মিয়ানমার সরকার যাতে মানবাধিকারের বিষয়টি গুরুত্ব দেয়, সে ব্যাপারে আমরা একসঙ্গে কাজ করছি। বাংলাদেশ সরকার যে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছে, আমরা তাতে জাতিসংঘের সঙ্গে এক যোগে কাজ করতে চাই।’
তিনি বলেন, ‘অভিবাসন বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো ধর্ম, জাত কিংবা দেশ বিবেচনায় সিদ্ধান্ত নেয় না। নতুন সরকার গঠনের পর বাংলাদেশি অভিবাসীদের আলাদা করে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’